সেবার তালিকা:
১. গবাদি প্রাণ ও হাসমুরগী চিকিতসা সেবা প্রদান।
২. উপজেলা দপ্তর ও বিভিন্ন এলাকায় টিকা প্রদান কার্য়ক্রম প্রদান।
৩. কৃত্রিম প্রজনন কার্য়ক্রম ।
৪. খামার রেজিস্ট্রেশন কার্য়ক্রম।
৫. প্রশিক্ষণ কার্য়ক্রম।
৬. ক্ষুদ্র ঋণ কার্য়ক্রম।
৭. খামার স্থাপনের নিমিত্ত নিয়মিত উঠান বৈঠক।
৮. উন্নত জাতের ঘাস চাষ ও কাটিং বিতকরণ।
অন্যান্য সেবা:
১. নিরাপদ গো- মাংস উতপাদন নিশ্চিত করণ কার্য়ক্রম।
২. প্রাণিসম্পদ ইনোভেশন সেন্টারের মাধ্যেমে নিয়মিত সেবা প্রদান কার্য়ক্রম।
৩. গবাদি প্রাণি হৃষ্টপুষ্ট করনে রাসায়নিক ব্যবহার রোধ সংক্রান্ত অবহিত করণ ও মতবিনিময় সভার আয়োজন।
৪. পবিত্র ঈদ-উল আজহা/প্রাকৃত্রিক দুরযোগে ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে মনিটরিং ও সেবা প্রদান।
৫ . ভেটেরিনারি ঔষধের দোকান/ ফিড মিল/খামার পরিদর্শন।
৬. বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন কার্য়ক্রম।
৭. খামারীদের জীব নিরাপত্তা সম্পরকে সচেতনাতা মুলক মত বিনিময় সভার আয়োজন করা।
৮. লাইভ বার্ড মার্কট নিয়মিত মনিটরিং কার্যক্রম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS