কি সেবা কি ভাবে পাবে:
১. হাসপাতালে চিকিকসা: সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত বিনামূল্য।
২। কৃষকের বাড়ী/খামার/চেম্বারে চিকিসসা: নিরধারিত ফি প্রদান সাপেক্ষে।
৩। গবাদি প্রাণি ও হাসমুরগীর নমুনা পরীক্ষা বা আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষনা কেন্দ্রে প্রেরণ।
৪। গবাদি প্রাণি ও হাসমুরগীর টিকা বীজ সরবরাহ/বিক্রয় করা হয় মূল্য তালিকা মোতাবেক।
৫। উন্নত জাতের ঘাসের কাটিং বীজ সরবরাহ করা হয় প্রাপ্তি ও উতপাদন সাপেক্ষে।
৬। প্রযুক্তি হস্তান্তরের নিমিত্তে কৃষক প্রশিক্ষণে গবাদি প্রাণি ও হাসমুরগী পালন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান।
৭। ক্ষুদ্র ঋণ বিতরণের নিমিত্তে সুফলভোগী নিরবাচন, ঋণ বিতরণ ও ঋণ আাদায়।
৮। গবাদি প্রানি ও হাসমুরগী রোগক্রান্ত এলাকা পরিদর্শন/নমুন সংগ্রহ ও রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
৯। ব্যাক্তি মালিকাধীন গবাদি প্রাণি ও হাসমুরগীর খামার স্থাপনে উদ্বদ্ধকরণ।
১০। প্রাকৃতিক দুরযোগ চলাকালীন সময়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সেসরকারী সেবামুলক প্রতিষ্ঠানের সহযোগিতায় গবাদি প্রাণি ও হাসমুরগী জরুরী চিকিসসা, টিকা প্রদান ও ভ্রান বিতরণ কারযক্রম।
১১। রোগক্রান্ত এলাকা চিন্হিত করণ ও টিকা প্রদানের ব্যবস্থা গ্রহন।
১২। কৃত্রিম প্রজনন উপকেন্দ্র/পয়েন্টে আনিত গাভীর প্রজননের ব্যবস্থা গ্রহন, গর্ভবতী গাভীর গর্ভ পরীক্ষাকরন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS